×
  • ঢাকা
  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০
Active News 24

ধামইরহাটে করদাতাকে সম্মামন স্মারক প্রদান


sk | মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ঃ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:৪৮ পিএম ধামইরহাটে করদাতাকে সম্মামন স্মারক প্রদান

নওগাঁর ধামইরহাটে ১০০ আদর্শ করদাতাকে ক্রেস্ট ও সম্মামনা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সম্মামন প্রদান করা হয়। ওই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ সম্মামনার আয়োজন করা হয়।

জানা গেছে,উপজেলার ধামইরহাট ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরে কর আদায়ে ১শত জন করদাতাকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষে ক্রেস্ট ও সম্মামনা স্মারক প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচলা সভা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,প্যানেল চেয়ারম্যান এনামুল হক,ইউপি সদস্য জাকারিয়া হোসেন,রেহেনা পারভীন প্রমুখ। ওই ইউনিয়নের পিড়লডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.কামরুজ্জামান বলেন, সঠিক সময়ে কর প্রদান করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তিনি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। রুপনারায়ণপুর গ্রামের আদর্শ করদাতা মোসা.ফাতেমা খাতুন বলেন,এলাকার উন্নয়ন করতে হলে সকলকে কর দিতে হবে। আমরা সঠিক সময়ে কর দিতে পেয়ে আনন্দিত।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান বলেন,কর প্রদানে ইউনিয়নবাসীকে উৎসাহিত করতে এবং সকল প্রকার উন্নয়ন কাজে কর প্রদানের মাধ্যমে ইউনিয়নবাসীকে সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া কর প্রদানে ইউনিয়নবাসীকে সচেতন করায়ও এর অন্যতম                                                                                                  

ডেস্ক / একটিভ নিউজ