×
  • ঢাকা
  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
Active News 24

বরগুনা জেলার আর্থিক সহায়তা পেলেন তিন সন্তান জন্ম দেওয়া সুমনা


sk | মংচিন থান, বরগুনা প্রতিনিধি : প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:৪৮ পিএম বরগুনা জেলার আর্থিক সহায়তা পেলেন তিন সন্তান জন্ম দেওয়া সুমনা

বরগুনার একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দেওয়া সুমনাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ওই গৃহবধূর হাতে এ সহায়তা তুলে দেন।

সুমনা বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্ন গ্রামের সোহেলের স্ত্রী। এক সঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেও জনপ্রতিনিধিদের টাকা দিতে না পারায় তার ভাগ্যে জোটেনি সরকারি মাতৃত্বকালীন ভাতা।

জানা গেছে, ১১ মাস আগে সুমনা তিন কন্যা সন্তান জন্ম দেন। তারা হলো- সাবিহা, তোহা ও তুশা।

ফুলঝুড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে টাকা দিতে না পারায় সুমনা মাতৃত্বকালীন ভাতা পাননি। গত ২৪ আগস্ট স্থানীয় এক সাংবাদিক বরগুনা জেলা প্রশাসককে এমন তথ্য জানান।
সুমানার স্বামী সোহেল ঢাকায় সামান্য বেতনে দিনমজুরের কাজ করতেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সে কাজও এখন নেই। তিনটি শিশু সন্তান নিয়ে অতি কষ্টে আছে সুমনা।
পরে জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে সোমবার (৩১ আগস্ট) দুপুরে তিন কন্যা সন্তানসহ সুমনাকে তার কার্যালয়ে ডেকে পাঠান। এ সময় জেলা প্রশাসক সুমনাকে পাঁচ হাজার টাকা, সন্তানদের জামা-কাপড়, সুমনাকে শাড়ি ও ৫০ কেজি চাল দেন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমি যা দিয়েছি তা প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও না খেয়ে থাকবেন না। আমি জেনেছি সুমনা তিনটি শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সন্তানদের খেতে দিতে না পারায় তিনি বাবার বাড়ি চলে গেছেন। তাকে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে ।

ডেস্ক / একটিভ নিউজ