×
  • ঢাকা
  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০
Active News 24

দর্শনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত ১


sk | এ এইচ অভি- জীবননগর থানা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:৪৮ পিএম দর্শনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত ১

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।

গত ৩১/০৮/২০২০ ইং বিকালে জীবননগর-দর্শনা মহাসড়কে দর্শনা তেল পাম্পের নিকট এ দূর্ঘটনা ঘটে।জীবননগরে থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-২৪-১৯০০) দর্শনা তেল পাম্পের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের পাশে ধাক্কা দেয়।মোটরসাইকেলটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে চলে গেলে মোটর সাইকেল চালক মুকুলের (৩০) দুই পায়ে মারাত্মক জখম হয়।

আহত মুকুল জীবননগর পৌরসভার আসতলা পাড়ার মকসেদ আলীর ছেলে। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় মুকুল কে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাই।

দূর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শী একজন বলেন, মোটরসাইকেল চালক দর্শনা থেকে জীবননগরের উদ্দেশে রওনা দেওয়ার সময় জীবননগর থেকে ছেড়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে দর্শনা তেল পাম্পের নিকট পৌঁছালে ট্রাকের ধাক্কায় চালকের দুই পা সহ মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে যায়।আমরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে মোটরসাইকেল চালক কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি ও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করি।

ডেস্ক / একটিভ নিউজ