×
  • ঢাকা
  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
Active News 24

দিনাজপুরের নবাবগন্জে বিএনপির প্রতিষ্টা বার্ষিকী পালিত


sk | মোঃ রেজাউল করিম স্বাধীন -উপজেলা প্রতিনিধি নবাবগঞ্জ দিনাজপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:৪৮ পিএম দিনাজপুরের নবাবগন্জে বিএনপির প্রতিষ্টা বার্ষিকী পালিত

দিনাজপুরের নবাবগন্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে । ১লা সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে বিকেল ৫ টায় স্থানীয় চাতালে ঘরোয় পরিবেশে আলোচনা ও দোয়া অনুষ্টিত হয়েছে ।      

এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন , বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ সভাপতি মো : ইউনুস আলী , সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেন ও শাহজাহান চৌধুরী,সাংগঠনকি সম্পাদক এনামুল হক ,সহ সাংগঠনকি সম্পাদক রেজাউল করিম স্বাধীন, যুব বিষয়ক সম্পাদক মমিরুল ইসলাম মনির ,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আ: হামিদ ,সহ প্রচার সম্পাদক আ : রাজ্জাক ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য রাজেনুর রহমান রাজু, মহিলা বিষয়ক সম্পাদক শাবানা বেগম , ছাত্রদলের আহবায়ক মোক্তাদির হোসেন বকুল,যুগ্ম আহবায়ক ,মুক্তি মাহফুজ, সোহেল মাহমুদ. ,যুরনেতা ,হাজী শরিফুল,রাজু আহম্মেদ ,আ: লতিফ, মোখলেছার,মাজেদুল ,একরামুল,শাহাবুল, স্বেচ্ছাসেবক নেতা বিবেক রন্জন প্রমুখ ।  

প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন  শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন ও বলেন বাংলাদেশের রাজনীতিতে চতুর্থ সংশোধনীর মাধমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে যে শূন্যতার সৃষ্টি করা হয় তখন দেশবাসীর আকাংখায় বিএনপির অভ্যুদয় ঘটে। বিএনপির ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ইস্পাত কঠিন গণঐক্য, ব্যাপক জনভিত্তিক গণতন্ত্র ও রাজনীতি প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা ও প্রগতি অর্জন এবং সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নয়া উপনিবেশবাদ, অধিপত্যবাদের বিভীষিকা থেকে মুক্তির লক্ষ্যে বিএনপি গঠিত হয়েছে।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকে আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে কোন আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজ পথে থাকবো। আর কোন অগণতান্ত্রিক বাধাকে মেনে নেয়া হবে না। আজকের এ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হোক আগামীতে যে কোন আন্দোলন সংগ্রামে  যুলুম নির্যাতন এবং অগণতান্ত্রিক বাধাকে আমরা প্রতিহত করবো।শেষে জিয়ার  রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।  


ডেস্ক / একটিভ নিউজ