×
  • ঢাকা
  • সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
Active News 24

মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত।


sk | হাসান ইমাম, মহেশপুর উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:৪৮ পিএম মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন  নিহত।

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ইসমাইল হোসেন (২৬) ও রকি (২৫)। নিহতদের বাড়ি যশোর চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।

 নওদা গ্রামের প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদাগ্রামের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। সে সময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামে মারা যায়। আর সাথে থাকা আহত রকিকে এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

ডেস্ক / একটিভ নিউজ