×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত, স্ত্রী হাসপাতালে


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১১:৪৯ এএম জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত, স্ত্রী হাসপাতালে
প্রতীকী ছবি

সাতক্ষীরায় জামাইয়ের ছুরির আঘাতে শাশুড়ি মোমেনা খাতুন নিহত হয়েছেন বলে জানা গেছে। 

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে গতকাল শুক্রবার (১৬ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।

হত্যাকারী আব্দুল মতিন সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসারউদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত মোমেনা খাতুন ছানকা তালসারি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

এ ঘটনার বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা জানায়, পায়রাডাঙ্গার মতিনের সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় ফাতেমা খাতুনের। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। এক মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে ফাতেমা বাবার বাড়ি চলে আসেন। শুক্রবার রাতে মতিন তাদের বাড়ি আসে। গভীর রাতে সুযোগ বুঝে সে ফাতেমার নাভির নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাকে বাধা দিতে গেলে মতিন মোমেনাকে ছুরিকাঘাত করে। পরে মোমেনা মারা যান। ফাতেমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মোমেনা বেগমের জামাই আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে।

রেজাউল করিম / একটিভ নিউজ