×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

সাতক্ষীরায় সাংবাদিক শাওনের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক


বি এম বাবলুর রহমান | একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১২:৫৪ পিএম সাতক্ষীরায় সাংবাদিক শাওনের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা সাংবাদিক সদরুল কাদির শাওন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাংবাদিক সদরুল কাদির শাওন সাতক্ষীরা শহরের নারকেলতলা থানাঘাটা ব্রিজ এলাকার বাসিন্দা। তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। সাতক্ষীরা বেসরকারি সিভি হাসপাতালে মঙ্গলবার (১৩ জুলাই) ভোরে তিনি মারা যান। জানান শেষে পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন: চাটমোহর ডায়মন্ড ফুড কর্ণারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাংবাদিক সদরুল কাদির শাওনের মৃত্যুতে সাতক্ষীরা জেলার সাংবাদিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলার সাংবাদিক পরিবারে অপরনীয় ক্ষতি হয়েছে। তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সদরুল এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতি কারীরা হলেন- তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ মান্নান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসনে, যুগ্ন- দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্ছু, সিনি: কার্য্যকারী সদস্য শেখ আব্দুস সালাম, আকরামুল ইসলাম, বি এম বাবলুর রহমান, সাধারণ সদস্য কাজী ইমদাদুল বারী জীবন, মোঃ সাগর হোসেন, জহর হোসেন সাগর মো: আফজাল হোসনে, মো: লিটন হুসাইন, শেখ ফয়সাল হোসেন, মো: বোরহান উদ্দীন, আব্দুল্লাহ আল- মামুন, মো: সাগর মোড়ল প্রমূখ।

ইউসুফ / একটিভ নিউজ