×
  • ঢাকা
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০
Active News 24

রংপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৯:৩৫ এএম রংপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫
সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০-১২ জন। ঘটনার পর আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর মোস্তফা কোল্ড স্টোরেজের কাছে রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে নিহতের মধ্যে একজন মেয়ে শিশু ও চারজন পুরুষ রয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, রোববার সকালে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জোহানা পরিবহন ও ঢাকাগামী সেলফি পরিবহন নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। তবে এখন পর্যন্ত হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার কার্যক্রম এখনো চলছে। 

ওসি মো. আমিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর থেকে রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হলেও বর্তমানে তা নিরসন হয়েছে। 

রেজাউল করিম / একটিভ নিউজ