বোরোর পর করোনা দুর্যোগের মাঝেও আমন রোপনে ব্যস্ত। সময় পার করছেন তেঁতুলিয়া কৃষকরা। সদর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখাগেছে, কোথাও কৃষক চারা তুলছেন। আবার কোথাও কৃষক চারা রোপন করছেন। সব মিলিয়ে জেলার কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে চোখে পড়ে আমনের চারা উঠানো রোপনের দৃশ্য। এ কাজে নারী শ্রমিকদের অংশ গ্রহন চোখে পড়ার মত দেখা গেছে এলাকায়। কয়েকটি জনপ্রিয় ধানের জাত আবাদ করা হবে বলে জানান, কৃষকগন।
আরো পড়ুন: শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেফতার
তিরনই হাট ইউপির ঠুনঠুনিয়া গ্রামের আনারুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এ বছর ৭ বিঘা জমিতে আমন ধান রোপন করেছেন। ডেমগছ গ্রামের মো: হাসান জানান, তিনি ১ একর ৫০ শতক জমিতে আগাম জাতের এবং ভাতের জন্যে আমন চাষ করেছেন।
সদর তেঁতুলিয়া বাবুরাম জোত গ্রামের কৃষক মামিন জানান, ৩/৪ বিঘা জমিতে আমন রোপন শুরু করেছেন, জমি প্রস্তুত করে শ্রমিক নিয়োগ করেছেন। রনচন্ডি গ্রামের কৃষক আকবর আলী, গোয়াবাড়ি আবদুল রাজ্জাক ও আবতাব জানান- ২/৩ বিঘা জমিতে আমন রোপন শুরু করেছেন। বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করেছেন।
ইউসুফ / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :