×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

উত্তরা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা


জাহাঙ্গীর আকন্দ | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০২:২৮ পিএম উত্তরা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা
সংগৃহীত

‘আমরা সবাই ঐক্যবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে উত্তরা প্রেসক্লাবের ৪ সদস্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 
আজ রবিবার রাজধানীর উত্তরা আজমপুরে উত্তরা প্রেসক্লাব কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় এস,এম, মনির হোসেন জীবন (বাসস) এর সভাপতিত্বে ঢাকা-১৮ আসনের পেশাদার সাংবাদিকদের নিয়ে এক জরুরী সভায় এ কমিটি ঘোষনা করা হয়। 

উক্ত কমিটিতে কাজী রফিক (দৈনিক ইত্তেফাক) আহবায়ক, জুয়েল আনান্দ (ঢাকা টিভি) সদস্য সচিব, সেলিম কবির (অন্যদিগন্ত) যুগ্ন আহবায়ক ও আরিফুল ইসলামকে (যমুনা টেলিভিশন) কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে। 

এই আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে উত্তরা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করার জন্য দায়িত্বভার প্রদান করা হয়েছে। 

এ সভায় সকলের মধ্যে উপস্থিত ছিলেন কাজী রফিক দৈনিক (ইত্তেফাক), রফিকুল ইসলাম  দৈনিক যুগান্তর), জুয়েল আনান্দ (ঢাকা টিভি), সেলিম কবির (দৈনিক অন্যদিগন্ত), রাসেল খান (দৈনিক মানবকন্ঠ), শহিদুল ইসলাম (এশিয়ান টেলিভিশন), হুমায়ন কবির (এনডি টিভি ইন্ডিয়া), মনির হোসেন জীবন (বাসস), মাসুদ পারভেজ (ইনকিলাব)। রুমন মোস্তাফিজ (ডেইলি অবজাভার) স্বপন রানা (বাংলাদেশের খবর) পূষন মেঘলা (মাইটিভি) নুর জাহান ঐশি (এশিয়ান টিভি)সহ উত্তরায় বসবাসরত প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সাংবাদিকরা।

রেজাউল করিম / একটিভ নিউজ