তেঁতুলিয়ায় আজ সোমবার (১৯ জুলাই) রাতে অভিযানে ১৪ জুয়াড়িকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, ১/ নজরুল ইসলাম ওরফে ইয়াদ আলী (৪৫) পিতা হাতেম আলী গ্রাম বোয়ালমারী, শালবাহান। ২/মো: সোহাগ (২৫) পিতা আব্বাস আলী, নতুন বস্তি, তেঁতুলিয়া। ৩/ জুমের আলী (৩৪) পিতা মৃত জরিফ উদ্দিন, ডাংগা পাড়া, ভজনপুর। ৪/ সচিন মণ্ডল (৩২) পিতা রায়মহন মণ্ডল, বড়দলুয়া গছ। ৫/ সোহেল রানা (২০) পিতা শাহাজাহান আলী, পত্রীপাড়া, শালবাহান। ৬/ সফিকুল ইসলাম (২৫) মকলেছুর রহমান।
৭/ হাসিবুল (৩৮) পিতা সামসুল হক, গ্রাম ভেলকুগছ। ৮/ আলম (৩৬) পিতা মজিবর রহমান, গ্রাম দরগাসিং তিরনই। ৯/ মজিবর রহমান (৫০) পিতামৃত তয়েবউদ্দিন গ্রাম চুরচোটিয়া গছ তিরনই। ১০/ আব্বাস আলি (৪৫) পিতা হোসেন আলী, নামাগছ, শালবাহান। ১১/ রফিক (২৮) পিতা চান মিয়া গ্রাম কলোনী পাড়া, তেঁতুলিয়া। ১২/ সাব্বির রহমান (৩০) পিতা মোজাম্মেল হক জামাদারগছ, বাংলাবান্ধা। ১৩/ দেলোয়ার হোসেন ওরফে দুলাল (৪০) ১৪/ জাকের হোসেন, উভয় পিতা-তফিল উদ্দীন মহল্লালজোত।
আরো পড়ুন: সুনামগঞ্জে গাঁজার চালানসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ওই সময়ে বোয়াল মারি নামক স্থানে তাস দিয়ে জুয়া খেলতে ছিল, হাতে নাতে আটক করেন- এসআই তপন কুমার রায়, এসআই আবদুল লফিফ, এস আই মাহফুজ আলম, এসআই আমজাদ আলি মণ্ডল, এএস আই মোকলেছুর রহমান, এএস আই ফারুক হোসেন, তাদের বিশেষ একটি দল পুলিশ।
পরে সবাইকে ধৃত করে মামলার মাধ্যমেই জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে সোমবার (১৯ জুলাই) ওসি আবু সায়েম মিয়া খবরটি নিশ্চিত করেন। এদের জুয়া আইনে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যাহার নং ৬৫২ তাং ১৮/৭/২০২১।
ইউসুফ / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :