গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭ টায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জালচিরা ব্রিজ এলাকা থেকে ২ ড্রাম ভর্তি ৭০ কেজি বিষ মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেছে বনবিভাগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ তথ্য জানান চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।
আরো পড়ুন; স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার
তিনি জানান, মঙ্গলবার সকালে চিলা ইউনিয়নের জালচিরা ব্রিজ এলাকা দিয়ে চোরা শিকারিরা বিষ মিশ্রিত মাছ নিয়ে যাচ্ছিল গোপন সূত্রে এমন
সংবাদ জানান পর ওই এলাকায় অভিযান শুরু করে বনবিভাগের সদস্যরা। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা শিকারিরা।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুই ড্রাম ভর্তি ৭০ কেজি বিষ মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি মাছ চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে মাটিতে পুঁতে ফেলা হয় বলে জানান বন কর্মকর্তা ওবায়দুর রহমান।
ইউসুফ / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :