চট্টগ্রামে কসাই সেজে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তালিকাভুক্ত ছিনতাইকারী মো. শেখ ফরিদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
আগ্রাবাদ মোড় থেকে সোমবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ছুরি ও গরুর মাংস কাটার গাছের গুঁড়ি উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদ সিএমপির চিহ্নিত ও তালিকাভুক্ত ছিনতাইকারী। সে দুই মাস আগেও ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। জেল থেকে ছাড়া পায় মাত্র সপ্তাহখানেক আগে। এরপরই ছিনতাইয়ের নতুন কৌশল নেয়।
আরো পড়ুন: হবিগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা, বড় বোন আটক
এ বিষয়ে অভিযুক্ত ফরিদ জানায়, কোরবানি উপলক্ষে কসাই সেজে ছুরি নিয়ে ঘুরাফেরা করলে কেউ সন্দেহ করবে না। সহজেই চলাফেরা করা যায়। আবার তাকে কারও কাছে যেতে হবে না, সবাই তার কাছে আসবে। এই চিন্তা থেকেই সে কসাইয়ের বেশ ধারণ করে।
ফরিদ আরো জানায়, গতকাল বিকেলেও কসাই মনে করে এক ব্যক্তি তার কাছে গেলে সে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় টহল পুলিশ দেখলে পালিয়ে যায় সে। এরপর রাত সাড়ে ১০টায় সে একই কায়দায় আবারও আগ্রাবাদ এলাকায় বসে। এসময় টহল পুলিশ দেখে সে আবারো পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের এসময় তার কাছ থেকে দুইটি ছুরি ও মাংস কাটার জন্য একটি গাছের গুঁড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নগরের বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :