×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

ধামইরহাটের চিরি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


মাসুদ সরকার | ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৭:১৮ পিএম ধামইরহাটের চিরি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে চিরি নদী হতে আনুমানিক ৪৮ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত ধুরইল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিরি নদীর ধুরইল ব্রীজের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন: কালীগঞ্জে ছাত্রীকে ধর্ষণ, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এলাকবাসি জানান, সকালে ওই ব্রীজের দক্ষিণ পাশে নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবরের প্রেক্ষিতে ধামইরহাট থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

গলায় দড়ি এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

ইসবপুর ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ (বাদল) জানান, থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ পাঠিয়েছেন। এখন পর্যন্ত ঐ মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি।

ইউসুফ / একটিভ নিউজ