×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

টিভির রিমোট কেড়ে নেয়ায় অভিমানে মেয়ের আত্মহত্যা


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১২:২৮ এএম টিভির রিমোট কেড়ে নেয়ায় অভিমানে মেয়ের আত্মহত্যা
সংগৃহীত

যশোরের অভয়নগরে টিভির রিমোট কেড়ে নেয়ার কারণে বাবার ওপর অভিমান করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী ওই শিক্ষার্থীর নাম শিমু রাণী বিশ্বাস (১১)।

এ ঘটনার পর আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

জানা গেছে, নিহত শিমু রাণী বিশ্বাস উপজেলার মধ্যপুর গ্রামের মুক্ত কুমার বিশ্বাসের মেয়ে। সে নওয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

এ ঘটনার বিষয়ে নিহতের বাবা মুক্ত কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, প্রতিদিন বড় মেয়ে শিমুর সঙ্গে কথা বলে আমি বাড়ি থেকে বের হই। ঘটনার দিন মঙ্গলবার সকাল ৯টার দিকে শিমুর সঙ্গে কথা বলতে গেলে সে টিভি দেখছিল। রাগ করে মেয়ের হাতে থাকা টিভির রিমোট কেড়ে নেই। এরপর লেখাপড়া নিয়ে ওকে বকাঝকা করে আমি বাজারে চলে যাই। কিছুক্ষণ পর জানতে পারি আমার শিমু ঘরের ডাবার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। প্রতিবেশীরা উদ্ধার করে শিমুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মুক্তাদিরুল হক শুভ এ বিষয়ে জানান, বেলা পৌনে ১১টার সময় শিমু রাণী বিশ্বাস নামে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার গলায় ফাঁস লাগানো চিহ্ন ছিল।

এদিকে বিষয়টি নিয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিমু বিশ্বাস নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। তবে অপমৃত্যু মামলা হয়েছে। 

রেজাউল করিম / একটিভ নিউজ