মহামারি করোনাভাইরাসে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এদিন আক্রান্তদের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৮৬৬ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৯০ হাজার ছাড়ালো।
এ বিষয়ে স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে যশোরে ৬ জন, কুষ্টিয়ায় ৫ জন, ঝিনাইদহে ৪ জন, মাগুরায় ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) খুলনা বিভাগে ৪৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
প্রসঙ্গত, খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :