×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নারীকে কুপিয়ে হত্যা


আনোয়ার সাদাত জাহাঙ্গীর | ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৮:২১ পিএম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নারীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নার্গিস বেগম (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন। 

নিহত নার্গিস বেগম উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে। উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে নার্গিস এই বাসায় একাকী বসবাস করছিলেন। স্বামী পরিত্যক্তা এ মহিলার সাথে মাঝে মধ্যে তার মা এসে থাকেন।

আরো পড়ুন: সুনামগঞ্জে স্কুল ভবন ভেঙ্গে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ওসি মোল্লা জাকির হোসেন জানান, গত রাতে নারগিস বেগম নামে এক নারীর মরদেহ রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা কে বা কারা ঘটিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি আরো জানান, মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্যে ২ জনকে আটক করা হয়েছে।

ইউসুফ / একটিভ নিউজ