সুনামগঞ্জে অভিযান চালিয়ে টাঙ্গাইলের এক অপহরণকারীকে গ্রেফতার করে মা ও মেয়েকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতারকৃত অপহরণকারীর নাম- ঝন্টু পন্ডিত (৪৫)। সে টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাসিন্দা।
গতকাল সোমবার (২ আগষ্ট) রাত ৮টায় সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট বাজার থেকে র্যাব ৯ এর সদস্যরা অপহরণকারী ঝন্টু পন্ডিতকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুয়ায়ী মা ও মেয়েকে উদ্ধার করা হয়।
আরো পড়ুন: র্যাব পরিচয়ে প্রতারণা, তিন যুবক আটক
র্যাব ৯ এর সদর দপ্তর সূত্র জানা গেছে- মা ও মেয়েকে অপহরণের ঘটনায় টাঙ্গাইল জেলার বাসাইল থানায় একটি মামলা দায়ের করা হয় ঝন্টু পন্ডিতের বিরুদ্ধে। তাকে গ্রেফতারের পরে রাতেই উদ্ধারকৃত মা ও মেয়েসহ গ্রেফতারকৃত অপহরণকারী ঝন্টু পন্ডিতকে টাঙ্গাইল জেলার বাসাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইউসুফ / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :