×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
Active News 24

শিবগঞ্জে বরযাত্রায় বজ্রপাত, ১৭ জনের মৃত্যু


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৪:৩৮ পিএম শিবগঞ্জে বরযাত্রায় বজ্রপাত, ১৭ জনের মৃত্যু
সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 

পাকা ইউনিয়নের চরপাকা এলাকায় আজ বুধবার বেলা ১২টার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার এএসআই আলমগীর। 

মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী বলে জানা গেছে। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- রফিক ও মনির। 

শিবগঞ্জের ইউএনও সাকিব আল রাব্বী এ বিষয়ে বলেন, বরপক্ষ চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট থেকে শিবগঞ্জের পাকা যাচ্ছিলেন। বৃষ্টি শুরু হলে পদ্মা পার হয়ে আলিমনগর ঘাটের তেলিখালিতে একটি চালার নিচে আশ্রয় নেন তারা। এসময় বজ্রপাত হলে ১৭ জন নিহত ও ছয়জন আহত হন। রফিক ও মনির কনেপক্ষের। তারা বরযাত্রীদের এগিয়ে নিতে ঘাটে এসেছিলেন। 

তিনি আরও জানান, আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

রেজাউল করিম / একটিভ নিউজ