×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
Active News 24

অসহায় আফসার এর পাশে তালা উপজেলা প্রশাসন 


বি এম বাবলুর রহমান প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৯:৫৩ পিএম অসহায় আফসার এর পাশে তালা উপজেলা প্রশাসন 

কঠোর বিধি নিষেধ বাইরে বের হলে গুনতে হচ্ছে জরিমানা। অনাহারে থাকা ভাঙ্গাড়ী ব্যবসায়ী আফসার সরকারী সহায়তা হটলাইন ৩৩৩ বারংবার ফোনে দিয়েও কোন সাড়া পাননি। তবে এই দুঃসময়ে বঞ্চিত আফসার কে নিজ উদ্যোগে সহায়তা প্রদান করলেন উপজেলা পি আইও তালা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

বৃহস্পতিবার (৫ ই আগষ্ট) সকালে সহয়তা পেতে ৩৩৩ এ কল দিলেও সাড়া না পাওয়ায় ভাঙ্গাড়ী ব্যবসায়ী আফসার গাজী ও তার সহধর্মিণী কে অফিসে ডেকে নিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তালা।

সূত্র মতে, সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভাঙ্গাড়ী ব্যবসায়ী আফসার গাজীর কোন উপার্জন না থাকায় ভাঙ্গাড়ী ব্যবসার কাজে ব্যাবহৃত ভ্যান গাড়ি টি বিক্রি করে স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছিলেন। এখন কোন খাবার নেই অনাহারে থাকা ভাঙ্গাড়ী ব্যবসায়ী সরকারী সহায়তা হটলাইন ৩৩৩ নাম্বারে টানা ১০ দিন ফোন দিয়েও পায়নি কোন সাড়া। ঠিক সেই সময় সাতক্ষীরা সুবিধাবঞ্চিত মানুষের মানবতার প্রতীক বিজয় টেলিভিশন ও ঢাকা পোষ্ট এর সাংবাদিক এস এম আকরামুল ইসলামের নিজের ফেইসবুকে সাড়া না পাওয়া ৩৩৩ নাম্বারে ফোন সহ বাস্তবতাটি ভিডিও আকারে পোস্ট করেন। 

এরপর মূহুর্তে ভিডিওটি ভাইরাল হওয়ায় পর দিন পি আই ও তালা মোঃ ওবায়দুল হক আফসার গাজীর বাড়িতে সহয়তা নিয়ে যান। এরই ধারাবাহিকতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। 

এ বিষয়ে মোঃ আফসার উদ্দীন সংবাদকর্মীদের জানান, করোনার সময়ে সকল আয় বন্ধ ফেরিও করতে পারি না। বাড়িতে কোন খাবার না থাকায় টানা ১০দিন সহয়তা পাবার আশায় ৩৩৩ নম্বরে কল দিয়েও কোন সাড়া পাইনি। 

তিনি সাবেক ইউপি চেয়ারম্যান এর এলাকায় লোক বলে গত ঈদে ইউনিয়ন পরিষদ থেকে ১০কেজি চাউল প্রদান করেও পুনরায় ফেরত দিয়েছিলো। করোনা কালীন সরকারী কোন সহয়তা পাননি তিনি। এই প্রথম পি আই ও এবং মহিলা বিষয়ক কর্মকর্তা তালা মারফত খাদ্য সহায়তা পেয়েছেন বলে তিনি জানান।

এ বিষয়ে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন উপজেলায় মাঝিয়াড়া গ্রামে আফসার গাজীর বাড়িতে কোন খাবার নাই। গতকাল উপজেলা প্রশাসন থেকে কিছু খাদ্য সহায়তা পেয়েছেন। তিনি নিজ উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

রেজাউল করিম / একটিভ নিউজ