×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

টিকা সংকটে হাসপাতাল থেকে ফিরে গেলেন শতাধিক মানুষ


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৯:৩৮ পিএম টিকা সংকটে হাসপাতাল থেকে ফিরে গেলেন শতাধিক মানুষ
সংগৃহীত

ফরিদপুরে করোনার টিকা সংকট দেখা দেওয়ায় টিকা না পেয়ে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

টিকা নিতে আসা লোকজন এ বিষয়ে জানান, রেজিস্ট্রেশন অনুযায়ী তারা টিকা নিতে ফরিদপুর জেনারেল হাসপাতালে গেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকা পাননি। এতে চরম ক্ষুব্ধ হন টিকা নিতে আসা ব্যক্তিরা। 

তারা অভিযোগ করে বলেন, টিকার সংকট থাকলে তাদের কেন ম্যাসেজ দিয়ে আসতে বলা হলো। এ সময় টিকা না পেয়ে শতাধিক ব্যক্তি হতাশা নিয়ে ফিরে যান।

প্রসঙ্গত, আজ রোববার সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হলে তা অল্পক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। এসময় হাসপাতালে টিকা দেওয়ার দায়িত্বে থাকা নার্সরা জানান, টিকা সংকটের কারণে তারা বেশিরভাগ লোকজনকে টিকা দিতে পারছেন না।

জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান এ বিষয়ে জানান, গণটিকা কার্যক্রমের কারণে তাদের কাছে থাকা টিকা শেষ হয়ে যাওয়ায় অনেককেই টিকা দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ঢাকায় টিকার চাহিদা পাঠানো হয়েছে; আশা করা যাচ্ছে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

রেজাউল করিম / একটিভ নিউজ