×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৭:৪০ পিএম ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় নেশার টাকা না দেয়ায় বাবা-মা ও বোনদের মারধরের অভিযোগে মাদকাসক্ত রিপন হোসেন নামে এক যুবককে পুলিশে দিয়েছেন তার বাবা-মা। 

উপজেলার পালাখাল গ্রামে আজ বুধবার এ ঘটনা ঘটে। 

এ ঘটনার বিষয়ে রিপনের বাবা বিল্লাল হোসেন ও মা মনোয়ারা বেগম জানান, দীর্ঘ কয়েক বছর ধরে রিপন হোসেন মাদকাসক্ত রয়েছে। মাদকাসক্ত হয়ে আমাদের ওপর বিভিন্ন সময়ে মারধরসহ এলাকায় নানা অপকর্ম করে আসছে। বিশেষ করে মাদকের টাকা না দিলে বিভিন্ন সময়ে বাড়িঘর ভাংচুর ও তার বোনদের ওপর হামলা চালায়। ফলে অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশে সোপর্দ করেছি। 

স্থানীয়রা এ বিষয়ে জানান, মাদক সেবনের কারণে রিপন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাকে বিভিন্ন ভাবে বুঝানোর পরও সে ভালো হয়নি।  

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন এ ঘটনার বিষয়ে বলেন, রিপন নামের এক যুবক বাবা-মাকে মারধর করলে এলাকাবাসী আটক করে- এমন সংবাদ পেয়ে তাকে থানায় নিয়ে আসি এবং জেলহাজতে অভিযুক্তকে প্রেরণ করা হয়েছে।

রেজাউল করিম / একটিভ নিউজ