×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত 


মো: জাহাঙ্গীর আকন্দ | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৩:৫৩ পিএম গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত 

গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় ৪ ঘন্টা ধরে বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ—পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই এর ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কমীর্রা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিতে কাজ করছে।

রেজাউল করিম / একটিভ নিউজ