কক্সবাজারে বাড়ির দরজা ভেঙে মোহসেনা আক্তার (২২) নামে এক গৃহবধূকে খুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূকে মোহসেনা হোয়াইক্যং ২নং ওয়ার্ড বালুখালী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
এ ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ আলীর বাড়ির দরজা ভেঙে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোহসেনাকে খুন করে চলে যায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহমুদুল হাসান এ বিষয়ে জানান, হোয়াইক্যং ২নং ওয়ার্ডের বালুখালী এলাকার মোহাম্মদ আলীর স্ত্রীকে রাতের আঁধারে সন্ত্রাসীরা হত্যা করেছে- এ সংবাদে ঘটনাস্থলে গিয়ে সকালে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :