পাবনার ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের উপ-ক্রিয়া বিষয়ক সম্পাদক হাফিজুর রহমানকে (২৫) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে শুভ আহমেদ (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে।
ভাঙ্গুড়া পৌরসভার জগতলা বাজারে আজ শনিবার সন্ধ্যায় এই মারধরের ঘটনা ঘটে।
অভিযুক্ত শুভ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বারের ছেলে।
আহত হাফিজুর উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পারভাঙ্গুড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী হাফিজুরের পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনার বিষয়ে স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে হাফিজুরের সঙ্গে শুভর বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এর আগে হাফিজুরের লোকজন শুভকে পেটায়। এরপর থেকেই শুভ হাফিজুরকে নানাভাবে পেটানোর হুমকি ধামকি দিচ্ছিল। একপর্যায়ে শনিবার সন্ধ্যায় পৌরশহরের জগতলা বাজারে হাফিজুরকে একা পেয়ে শুভ ও চার সহযোগী পিটিয়ে জখম করে। এ সময় হাফিজুরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শুভসহ অন্যরা পালিয়ে যায়। পরে হাফিজুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশীদ এ ঘটনার বিষয়ে বলেন, হাফিজুর ও শুভ'র মধ্যে পূর্বে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। এ অবস্থায় আবারও মারধরের ঘটনা ঘটলো। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে গেল।
হাফিজুরের পিতা মোকছেদ আলী এ বিষয়ে বলেন, বিষয়টি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দকে জানানো হয়েছে। এছাড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :