×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

মোহাহাম্মদিয়া কোভিড কো-অপারেশন টিমকে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৮:৩৮ পিএম মোহাহাম্মদিয়া কোভিড কো-অপারেশন টিমকে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
সংগৃহীত

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমে সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্হার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে টিল্লাবাজার দারুল হাদীস টাইটেল মাদ্রাসার হলরুমে আজ বিকাল ৫ টায় জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন কোভিড কো-অপারেশন টিমের সভাপতি প্রিন্সিপাল মাওঃ কাওছার আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ এন.সি.এম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহঃশিক্ষক মাওঃমোঃলুৎফুর রহমান আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক আব্দুর রব।

এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যান সংস্হার সদস্য বৃন্দ এবং পশ্চিম দক্ষিণভাগ সমাজ কল্যান সংস্হার কাতার প্রবাসী সারুক আহমদ, তারেকুল ইসলাম, জুবের আহমদ, শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

কোভিড আক্রান্ত অসহায় মানুষকে অক্সিজেন সেবা প্রদানের জন্য কাতার প্রবাসী মোঃরিয়াজুল ইসলামের পক্ষ থেকে ১টি অক্সিজেন সিলিন্ডার ও কাতার প্রবাসী হাজী মোঃমনির উদ্দিনের পক্ষ থেকে ১টি অক্সিজেন সিলিন্ডার ও পশ্চিম দক্ষিণভাগ সমাজকল্যান সংস্থা কাতার প্রবাসীদের অর্থায়নে ১টি অক্সিজেন সিলিন্ডার সহ মোট ৩ টি অক্সিজেন সিলিন্ডার ও ১৫টি সেচ্ছাসেবী ড্রেস, কো-অপারেশন টিমের সভাপতির নিকট হস্তান্তর করা হয়।

করোনা আক্রান্ত অসহায় রোগীদের অক্সিজেন সেবা প্রদানের জন্য মাওঃ কাওছার আহমদের নিরলস প্রচেষ্টায় গত ২৮জুলাই কোভিড কো-অপারেশন টিম নামে একটি সেচ্ছাসেবী সংগঠন  গঠন করা হয় এবং উক্ত ১৫ সদস্য বিশিষ্ট  সংগঠন  করোনায় মৃত ব্যক্তিদের গোসল ও দাফন কাফনসহ রোগীদেরকে অক্সিজেন সেবা দিয়ে আসছে।

প্রসঙ্গত, কোভিড কো-অপারেশন টিমের কাছে বর্তমানে ৯টি অক্সিজেন সিলিন্ডার আছে এর মধ্যে ১টি ইলেকট্রনিক। মোহাম্মদিয়া কোভিড কো-অপারেশন টিম হিন্দু মুসলিমসহ সকল ধর্মের লোকদেরকে সেবা প্রদান করায় সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। 
 

রেজাউল করিম / একটিভ নিউজ