×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

আমি অন্যায় করলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৯:৩৬ পিএম আমি অন্যায় করলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই
সংগৃহীত

বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করে মামলার নামে সিটি করপোরেশনের কর্মীদের হয়রানি না করতে প্রশাস‌নের প্রতি অনুরোধ জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ।

বরিশাল নগরীর কালিবাড়ি রোডের নিজ বাস ভবনে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনেন। আমি তো আর পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব। আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব তবুও দলের কোনো ক্ষতি হতে দেব না।

তিনি বলেন, সত্য আপনি দাবায়ে রাখতে পারবেন না। সত্য উদঘাটিত হবে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই।

এসময় তিনি সেই রাতের আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। যা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি তিনি। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

রেজাউল করিম / একটিভ নিউজ