গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রোববার (২২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া তিন জনের সবাই ময়মনসিংহের। তারা হলেন- সদরের মানিক মিয়া (৬০), আয়শা সুলতানা সোমা (৫০) ও গফরগাঁওয়ের মোছা. মুরশিদা (৬০)।
তিনি আরো জানান, এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের সাত জন, নেত্রকোনার দুই জন ও টাঙ্গাইলের এক জন রয়েছেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৩৬ জন। এর মধ্যে ১৯ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :