রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমলেও এখনো তা বিপদসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না।
সেইসাথে বাংলাবাজার-শিমুলিয়া রুটে এখনও ফেরি চলাচল শুরু না হওয়ায় ওই রুটের গাড়িগুলো এই রুট ব্যবহার করায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
আজ শনিবার (২৮ আগস্ট) বিকেলে দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা গেছে।
ওই এলাকায় সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় ৩ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
জানতে চাইলে ট্রাকচালক আসলাম শেখ গণমাধ্যমকে জানান, ৭ ঘণ্টা ধরে গোয়ালন্দ মোড়ে আটকে আছি। দীর্ঘ সময় আটকে থাকায় অনেক অসুবিধা হচ্ছে। এখনো ঘাট এলাকায় যেতে পারি নাই। কখন পৌঁছাতে পারব সেটাও জানি না।
এদিকে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি কিছু পথ উজানে গিয়ে মোড় নিয়ে ২০ থেকে ২৫ মিনিটে পাটুরিয়ায় পৌঁছে যাচ্ছে। কিন্তু পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসতে সময় বেশি লাগছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন এ বিষয়ে বলেন, স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :