×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

করোনা: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৮ জনের প্রাণহানি


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১২:৪৬ পিএম করোনা: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৮ জনের প্রাণহানি
সংগৃহীত

মহামারি করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০২ জনে। 

এছড়াও এদিন ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮৮ শতাংশ।

এ বিষয়ে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, মৃত আটজনের মধ্যে ফরিদপুরের তিনজন, রাজবাড়ীর তিনজন, মাগুরার একজন এবং মাদারীপুরের একজন রয়েছেন। করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদর উপজেলার দেলোয়ার হোসেন (৯০) ও রাজবাড়ীর বালিয়াকান্দির ইলা রানী (৬৫)।

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১০৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০২ জন।

রেজাউল করিম / একটিভ নিউজ