ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে এক দিনের ব্যাবধানে পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ পানিবৃদ্ধি অব্যাহত থাকায় অভ্যন্তরীণ নদ-নদী ছাড়াও চলনবিলের পানিবৃদ্ধিও অব্যাহত রয়েছে। এর মধ্যেই জেলার অর্ধলাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল।
এদিকে সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পক্ষ থেকে বন্যার্তদের জন্য জেলা শহর ও ৫টি উপজেলায় মজুত বাড়িয়ে ৭২১ মেট্রিক টন চাল ও সাড়ে সাত লাখ নগদ টাকা করা হয়েছে। সেইসাথে শাহজাদপুরের নদীভাঙন ও সদরের নিম্নাঞ্চল এলাকায় শুরু করা হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন।
অন্যদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ ঢাকা পোস্টকে জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এসময় পানি আরও বাড়বে বলেও জানান তিনি।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :