×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

মাদারীপুরে কলেজ ছাত্রীকে অপহরণ: ইউপি সদস্য গ্রেফতার


শফিক স্বপন | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০১:৫৭ পিএম মাদারীপুরে কলেজ ছাত্রীকে অপহরণ: ইউপি সদস্য গ্রেফতার

মাদারীপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য লিটন বাড়ৈকে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন থেকে গতকাল (শুক্রবার) বিকেলে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। এ সময় অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত আসামি লিটন মেম্বার জেলার ডাসার উপজেলার নবগ্রামের যুবরাজ বাড়ৈ ছেলে।

ডাসার থানা সূত্রে জানা যায়,  গতকাল (শুক্রবার) বিকেলে ডাসার থানা পুলিশ এসআই অখিল বাবুর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে কালকিনি উপজেলার সূর্যমনি গ্রাম থেকে লিটনকে গ্রেফতার করে পুলিশ এবং ছাত্রীকে উদ্ধার করা হয়। 

ডাসার থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাসানুজ্জামান জানান, গ্রেফতার লিটনকে আজ শনিবার সকালে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেলে কলেজ ছাত্রী তার বাড়ী ডাসার উপজেলার নবগ্রাম থেকে একই এলাকায় মামা বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন। পরবর্তীতে ছাত্রীর মা মাদারীপুর আদালতে দুইজনকে আসামী করে মামলা করেন।

ফাহিম / একটিভ নিউজ