×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
Active News 24

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


শফিক স্বপন | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৫:৫৫ পিএম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সংগৃহীত

মাদারীপুরের ডাসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আসিক-(২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  জেলার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
  
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নিহত শ্রমিকের পরিবার। নিহত আসিক মাদারীপুর সদরের থানতলী গ্রামের সাগর হাওলাদারের ছেলে। 

 

ভূক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের জাহানান্দার শরীফের নির্মাণাধীন ভবনের দীর্ঘদিন যাবত নির্মাণ কাজ করে আসছেন নির্মাণ শ্রমিক আসিক। প্রতিদিনের ন্যায়, সোমবার দিবাগত রাত ৯টার দিকে আসিক হাওলাদার ওই ভবনে কাজ শুরু করেন।

এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শ্রমিক আসিকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
 

ফাহিম / একটিভ নিউজ