খুলনার পাইকগাছা থানা পুলিশ গত ৫ মাসে ২১ টি হারানো মোবাইল ফোন ও ভুলে নম্বরে চলে যাওয়া বিকাশের ১লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারানো গেলে ও বিকাশে পাঠানো টাকা ভুল বশতঃ অন্য নম্বরে চলে যায়। যা ফেরৎ না পাওয়ায় মালিক পক্ষ থানায় জিডি করেন।
পুলিশ এ ব্যাপারে আইনে প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ সব উদ্ধার করে মালিকদের কাছে ফেরৎ দিয়েছেন। থানা অফিসার ইনচার্জ এজাজ শফী’র দিক নির্দেশনায় এ.এস.আই নাজমুল ইসলাম এগুলো উদ্ধার করেন বলে ওসি জানান।
সর্বশেষ উপজেলার লস্কর গ্রামের আবু ইসহাকের স্যামসাং A-20 মোবাইল ফোন মঙ্গলবার অভয়নগর যশোর থেকে ও সোমবার প্রতাপকাটি গ্রামের শাহনারা বেগমের আইটেল মোবাইল খুলনা থেকে উদ্ধার করেন।
এ নিয়ে, গত মে মাস থেকে এ পর্যন্ত ২১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিকাশে পাঠানো ভুল নম্বরে যাওয়া ১ লাখ ৫২ হাজার ৪৪ টাকা । যা পাইকগাছা থানাসহ দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে।
ওসি এজাজ শফী বলেন,আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারানো মোবাইল ও টাকা উদ্ধার করে জনগনের সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :