×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে প্রাইভেটকার, স্বর্ণ ব্যবসায়ী নিহত


একটিভ নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৪:০৩ পিএম নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে প্রাইভেটকার, স্বর্ণ ব্যবসায়ী নিহত
সংগৃহীত

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ডুবে ভোলা দাশ (৩৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির ড্রাইভারসহ দুইজন সাঁতার কেটে পাড়ে উঠে প্রাণে বেঁচে যান বলে জানা গেছে।

সাভারের আশুলিয়ায় মরাগাঙ এলাকার তুরাগ নদে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ভোলা দাশ আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকার মৃত তিলা দাশের ছেলে। 

এ ঘটনার বিষয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকারে ভোলা দাশসহ দুজন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদে পড়ে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে চালকসহ দুজন বের হতে পারলেও আটকা পড়েন ভোলা দাশ। 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের লাশ উদ্ধার করেন।

আশুলিয়া থানার এসআই আউয়াল হোসেন এ বিষয়ে বলেন, ঘটনার পর পুলিশ পাথচারীদের সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম / একটিভ নিউজ