পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি মামলায় মিজানুর রহমান(৪৫) নামে একজন আটক হয়েছে। মামলার তদন্তকরী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক এমরান হোসেন জানান, (১৫ সেপ্টম্বর) রাত ১১ টার সময় উপজেলার কপিলমুনির নাসিরপুর আমির আলী শেখের সুপারি বাগানে ১২-১৩ জন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি ফাঁড়ি পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নড়াইল জেলার কালিয়া থানার কালডাংগা গ্রামের মৃত উকিল বেগের ছেলে মিলন বেগ( ৪১)কে আটক করে। অন্যরা পালিয়ে যায়।
আটক মিলনের স্বীকারোক্তিতে, মিজানুরকে(৪৫) আটক করা হয়েছে। সে পৌরসভার ১ নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের শামসুদ্দীন গাজীর ছেলে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সরল-গোপালপুর বাজারের পাঁকা রাস্তার উপর থেকে আটক করা হয়।
ওসি এজাজ শফী জানান, মিজানুর ডাকাতি প্রস্তুতি মামলায় পালাতক আসামি ছিলো। তার সিডিএমএস যাচাই করলে তার নামে থানায় অস্ত্র, ডাকাতি, সহ ৯ টি মামলা রয়েছে। আইনের প্রক্রিয়ায় তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :