×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

টঙ্গীতে টিকা না পেয়ে হামলার অভিযোগ, আহত ৭


জাহাঙ্গীর আকন্দ | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৩:৫৭ পিএম টঙ্গীতে টিকা না পেয়ে হামলার অভিযোগ, আহত ৭
সংগৃহীত

টঙ্গীতে করোনা টিকা না পেয়ে হাসপাতালের কর্মচারীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতরা হলেন- সিনিয়র নার্স রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার, রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন। 

বৃস্পতিবার বেলা ১১টায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে হাসপাতালে হাজার হাজার নারী পুরুষ টিকা নিতে আসে। দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকার পরেও সময়মত টিকা না পেয়ে হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবিদের উপর হামলা চালায় তারা। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের তত্বাবধায়ক চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুদের তুলানায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

রেজাউল করিম / একটিভ নিউজ