খাগড়াছড়িতে বাস ও পুলিশের টহলগাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।
সদরের জিরো মাইল মহালছড়া এলাকায় আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- মো. মিজানুর রহমান, ঈশ্বর চাকমা, মো. আবু ইউসুফ, তানভির হোসেন, মো. সেলিম রেজা। আহতরা স্কাউট খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত। এছাড়া আহত পিকআপচালক সুজন চাকমা দীঘিনালা উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার বিষয়ে জানান, ভোরে ঢাকা থেকে এস আলম পরিবহনের বাসটি দ্রুতগতিতে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে সদরের জিরো মাইল মহালছড়া এলাকায় পুলিশের টহলগাড়ি পিকআপের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন।
খাগড়াছড়ি সদর থানার এসআই মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই পুলিশ সদস্য মো. আবু ইউসুফ ও মো. তানভীর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপচালককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :