তেতুলিয়ায় আওয়ামীলীগের আগামী ১১ নভেম্বর ২০২১ইং দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন। এবারও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন।এ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আবেদন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।
শনিবার (২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলের সভাপতিত্বে মনোনয়ন আবেদন ফরম বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। মনোনয়ন আবেদন ফরম বিক্রির দায়িত্ব পালন করছেন আওয়ামীলীগের সহ-সভাপতি সরদার আফতাব উদ্দীন ও যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।
মনোনয়ন প্রত্যাশী আবেদন ফরম বিক্রির প্রথম দিনেই বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আবেদন ফরম কিনেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ২৯জন প্রার্থী। সদর ইউনিয়ন থেকে মাসুদ করিম সিদ্দিকী, সাইনুল হক, খন্দকার আরিফ হোসেন লিপ্টন, সুরুজ আলী, ইনছান আলী, বাংলাবান্ধা ইউনিয়ন থেকে আব্দুল্লাহ্ আল মুসা, তিরনইহাট ইউনিয়ন থেকে আইয়ুব আলী, দানিয়েল হোসেন, তহিদুল ইসলাম, শালবাহান ইউনিয়ন থেকে কবির হোসাইন, আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম লালু, বুড়াবুড়ি ইউনিয়ন থেকে তারেক হোসেন ও দেবনগর ইউনিয়ন থেকে সাবেক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমুখ।
প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তারা মনোনয়ন আবেদন ফরম ৫ হাজার টাকা মূল্যে কিনেছেন।
মনোনয়ন আবেদন ফরম বিতরণে দায়িত্বে থাকা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ২৯ জন মনোনয়ন প্রত্যাশী আবেদন ফরম ক্রয় করেছেন। এর মধ্যে ১ নং বাংলাবান্ধা ইউনিয়নে ৫ জন, ২নং তিরনইহাট ইউনিয়নে ২জন, ৩নং সদর ইউনিয়নে ৬জন, ৪ নং শালবাহান ইউনিয়নে ৫ জন, ৫নং বুড়াবুড়ি ইউনিয়নে ৪ জন, ৬ নং ভজনপুর ইউনিয়নে ২জন ও দেবনগর ইউনিয়নে ৩ জন।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :