×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

সুনামগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


মোজাম্মেল আলম ভূঁইয়া | সুনামগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ১২:২৯ পিএম সুনামগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শিশুর নাম: রিফাত মিয়া (৭)। সে জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্নগাঁও গ্রামের ফারুক মিয়ার ছেলে।

গত রবিবার (৩ অক্টোবর) বিকেলে পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে উঠলে এলাকার লোকজন উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  রবিবার (৩ অক্টোবর) দুপুরে জেলার দিরাই উপজেলার কর্নগাঁও গ্রামের ফারুক মিয়ার ছেলে রিফাত মিয়া পরিবারের অগোছরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। 

অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে উঠলে এলাকার লোকজন তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দিরাই থানার ওসি আজিজুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


 

ফাহিম / একটিভ নিউজ