সুনামগঞ্জে মামা ও ভাগিনা বৌসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ২দিনে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
তার মধ্যে ভাগিনা বৌয়ের জানাজায় গিয়ে মামার মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মৃতরা হলো: জেলার মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের আরিফপুর গ্রামের বাসিন্দা ফয়জুল হক (৬৫), তার ভাগিনা ইউপি সদস্য ডালিম মিয়া স্ত্রী খাদিজা বেগম (৩৭), দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও গ্রামের শিশু রিফাত মিয়া
(৭), একই উপজেলার চরনারচর গ্রামের জেলে হায়াতুন মিয়া (৪৫) ও ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে জেলে তোফায়েল মিয়া (১৬)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টায় জেলার মধ্যনগর থানা চত্বরে ভাগিনা ইউপি সদস্য ডালিম মিয়ার স্ত্রী খাদিজা বেগমের জানাজায় এসে মামা ফয়জুল হক জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়েন।
পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করে।
এর আগে গতকাল (৩ অক্টোবর) রাত ৮টায় ভাগিনা বৌ খাদিজা বেগমের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, শারীরিক ও মানসিক সমস্যা জনিত কারণে তারা দুজন হ্নদ রোগে আক্রান্ত ছিলেন।
আপনার মতামত লিখুন :