×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ: আহত-৪


শফিক স্বপন | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ১১:০৭ এএম মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ: আহত-৪
সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চারজন আহত হয়েছেন।

এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৮) ও দক্ষিনকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬) বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা ও কালকিনি থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরী করছিল কয়েকজন যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে ওই ঘরটি বিধস্ত হয়।

এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে দুইজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থায় অবনতি হলে তাদের দুইজনকেই পাঠানো হয় বরিশাল মেডিকেলে।  

কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেল জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য হাতবোমা তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিস্ফোরণ আইনে মামলা হবে।

 


 

ফাহিম / একটিভ নিউজ