×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ বাবা-ছেলে আটক


একটিভ নিউজ প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৮:৩৪ পিএম ৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ বাবা-ছেলে আটক
সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত ২টায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে তাদেরকে আটক করে আন্ধারমানিক কোস্টগার্ড। এরপর দুপুর ২টায় উদ্ধারকৃত কচ্ছপ ও আটক দুই জনকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন- কলাপাড়া উপজেলার তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল (২৬) আকন।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান এ বিষয়ে বলেন, তারা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া এ বিষয়ে বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে। 

রেজাউল করিম / একটিভ নিউজ