×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

নেত্রকোণায় দূর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া চেক বিতরণ অনুষ্ঠিত


ইকবাল হাসান | নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১১:৪৯ এএম নেত্রকোণায় দূর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া চেক বিতরণ অনুষ্ঠিত

ধর্ম যার যার, উৎসব সবার  এই স্লোগানে শারদীয় দূর্গোৎসব ২০২১ উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ দেয়া চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ দুপুরে জেলা প্রেসক্লাবের হল রুমে চেক বিতরণ করেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সজল সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মনোয়ার জাহান সুজন, এডভোকেট শীতাংশু বিকাশ আচার্য্য, শ্রী মঙ্গল চন্দ্র সাহা, অধ্যাপক মানিক রায়, মোঃ হুমায়ুন কবির, শ্রী সমীরণ সরকার, শ্রী করোনা সিন্দু রায়, ডাঃ পলাশ মজুমদার, শিল্পী ভট্টাচার্য, পহেলী দেসহ আরও অনেকে। 

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, মনোয়ার জাহান সুজন, এডভোকেট শীতাংশু বিকাশ আচার্য্য, মোঃ হুমায়ুন কবিরসহ অন্যরা।

 

 

ফাহিম / একটিভ নিউজ