‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, শেখ হাসিনার নেতৃত্বে এখন সময় মাথা উঁচু করে দাড়াবার’ এই গ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন এক সুধী সমাবেশের আয়োজন করেন। তিনি সকাল ১১টার দিকে আলিনগর ইউনিয়ন পরিষদের সামনে এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
ইউপি চেয়ারম্যার হাফিজুর রহমান মিলন জানান, বিগত পাঁচ বছরে আলীনগর ইউনিয়নে এলজিডি দ্বারা সড়ক, সেতু ও কালভার্টসহ গ্রামের অবকাঠামো উন্নয়নের প্রায় ৫০ কোটি টাকা, ত্রাণ তহবীল থেকে প্রায় ৫ কোটি টাকা, ৩০ লাখ টাকার মাটি দিয়ে রাস্তা নির্মাণ, এলজিএসপি’র অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকার উন্নয়ন করেছি।
এছাড়া এলজিডি’র অর্থায়নে ১০টি বিদ্যালয়ে প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন করেছি। যা বর্তমান সরকারের জন্যে সম্ভাব হয়েছে। সুধী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন কিরন, ইউনিয়নের ইউপি সদস্য লাল মিয়া হাওলাদার, জাহাঙ্গীর আলম, আলমগীর চোকিদার, মজিবর মুন্সি, প্রাক্তন পুলিশ কর্মকত ফায়েজ আহম্মেদ, আলীনগর পূজা উদযাপন কমিটির সভাপতি ওয়াসিম মুন্সি, বাবু খগেন মন্ডল প্রমুখ।
এসময় প্রায় হাজারের উপরে জনতা অংশগ্রহণ করেন।
হাফিজুর রহমান মিলন আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছি আমরা। আপনারা জনগণ যদি আমার পাশে থাকেন, আমরা আলিনগর ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়নে রুপান্তর করবো।
আপনার মতামত লিখুন :