×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া লাইটার জাহাজের ১০ নাবিক জীবিত উদ্ধার


মনির হোসেন | মোংলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১২:৪৫ পিএম বঙ্গোপসাগরে ডুবে যাওয়া লাইটার জাহাজের ১০ নাবিক জীবিত উদ্ধার

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট দুবলার চর কর্তৃক সুন্দরবনের জেফোর্ড পয়েন্ট হতে ডুবে যাওয়া ‘এম ভি বিউটি অব লোহাগড়া-২’ লাইটার জাহাজ থেকে ১০ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার  ৯ অক্টোবর দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, লাইটার জাহাজটি গত ৮ অক্টোবর বিকালে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে পাথর বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করে। একপর্যায়ে আনুমানিক রাত ১০ টায় জেফোর্ড পয়েন্ট থেকে ২ নটিক্যাল মাইল দুরে জাহাজটির তলদেশ ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করলে তারা কোস্টগার্ডকে জানায়।  

উক্ত সংবাদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট দুবলার চরের সদস্যগণ দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজটির ১০ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

 

 

ফাহিম / একটিভ নিউজ