×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটে থেকে আগুন : প্রায় ১০ লাখ টাকার ক্ষতি


ইমদাদুল হক | খুলনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০১:২৮ পিএম পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটে থেকে আগুন : প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
সংগৃহীত

খুলনার পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে মটর সাইকেল গ্যারেজে আগুন লেগে ৪টি মটর সাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে। 


শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পৌর সদরের হরিতলা মন্দিরের সামনে জাকারিয়া মটরস্ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্যারেজ মালিক জাকারিয়া জানান। 

ঘটনাস্থল পুলিশ ও ব্যবসায়ী নেতারা পরিদর্শন করেছে। জাকারিয়া জানিয়েছেন, ৪টি মটর সাইকেল যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ও ২ লাখ টাকার সরঞ্জাম পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। 

আমি বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে দোকান থেকে বাড়ি যাই। এ সময় দোকানে কেউ না থাকায় আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, আগুনের ঘটনাটি বিদ্যুতের শর্ট সার্কিটে ঘটতে পারে।

 

ফাহিম / একটিভ নিউজ