বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন দিবস উপলক্ষে পাইকগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আযোজনে পৃথক দুটি সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা আ'লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত,লস্কর ইউপির চেয়ারম্যান কে,এম,আরিফুজ্জামান তুহিন।
শেখ তোফায়েল আহমেদ তুহিনের পরিচালনায় দুটি দিবসের তাৎপর্য তুলে ধরে সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক- কৃষানীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রেজায়েত হোসেন, বিদ্যুৎ রঞ্জন ঘোষ,মনিরুজ্জামান,প্রভাষক ময়নুল ইসলাম, ,স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ, ব্যবসায়ী রামপ্রসাদ পাল, কৃষক সত্যানন্দ রায় , উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুবজোতি সরকার ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উত্তম কুমার কুন্ডু, ডল্টন রায় ,মিন্টু রায়, পলাশ কান্তি রায় , আবুল কালাম আজাদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃসরাজ উদ্দিন মোড়ল , এসএম মফিজুল রহমান , দেবদাশ রায,সাধন ঢালী, ইয়াসিন আলী খান ,আফজাল হোসেন,শ্যামাপদ মন্ডল, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম,তছলিম হুসাইন তাজ,ইউপি সদস্য হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :