সুনামগঞ্জের দিরাই উপজেলায় পবিত্র আল-কোরআনের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলিম জনতা।
আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেলে ছাত্র জমিয়তের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে জেলার দিরাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল হক, সাবেক সভাপতি মাওলানা মুক্তার হোসাইন, দিরাই উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ বাছির সরর্দার, হাফিজ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক প্রমুখ।
আপনার মতামত লিখুন :