×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

ত্রিশালে সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ৭


একটিভ নিউজ প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৭:৫৭ পিএম ত্রিশালে সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ৭
সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় হওয়া সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। এ ঘটনায় নিহতদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। 

আজ শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার বিষয়ে ওসি জানান, নিহতদের মধ্যে একই পরিবারের ফজলুল হক (৩৫), স্ত্রী ফাতেমা বেগম (২৮), দুই শিশুসন্তান ছেলে আবদুল্লাহ (৬) ও মেয়ে আকলিমা (৯) মারা যায় ঘটনাস্থলেই। তাদের বাড়ি শেরপুরের নকলা উপজেলায়।

তিনি আরও বলেন, বাকি নিহতরা হলেন একই উপজেলার নজরুল (৫৫) আরেকজন রাকিব (৩৫)। এছাড়া সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা এলাকার হেলেনা আক্তার (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুইটি বাস পাশাপাশি পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এদিকে চেলেরঘাট এলাকায় একটি ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল। পাল্লা দিয়ে চলা দুটি বাসের মধ্যে একটি বাস ট্রাকটির পাশ দিয়ে চলে গেলেও শেরপুরের শ্যাপার এমএ রহিম পরিবহনের বাসটির পেছনের অংশ ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।

আরও জানা গেছে, এতে ঘটনাস্থলেই ৫ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। 

এছাড়া একই ঘটনায় আহতদের মধ্যে মমেক হাসপাতালে আরও ১১ জন ভর্তি রয়েছেন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। 

ফাহিম / একটিভ নিউজ